করোনার দুঃসময়ে মানুষের পাশে মনোসেবা অর্গানাইজেশন বাংলাদেশের সকল মানুষের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে মনোসেবা অর্গানাইজেশন। ২০২০ সাল থেকে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকেই তারা হাতে নেয় নতুন এক উদ্যোগ, সুইসাইড প্রিভেনশন ক্যাম্পেইন! এই ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪৫০জন মানুষকে বিনামূল্যে সাইকোলজিক্যাল ফাস্ট এইড দেয়া ছাড়াও অভিজ্ঞ মনোচিকিৎসকদের তত্ত্বাবধানে ভার্চুয়ালি আয়োজন করেছে বিভিন্ন কর্মশালা এবং সেমিনার! কাজের স্বীকৃতি স্বরূপ ২০২০ সালে আইসিটি ডিভিশন কর্তৃক আয়োজিত কল ফর ন্যাশনে মনোসেবা অর্গানাইজেশন পুরস্কার লাভ করে। একই বছর ওয়ার্ল্ড সামিট এওয়ার্ডে মানসিক স্বাস্থ্য সেবা বিভাগে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে নমিনেশন লাভ করে মনোসেবা অর্গানাইজেশন। উল্লেখ্য যে, জেসমিন আক্তার নীরা এবং তাজুল ইসলামের নেতৃত্বে ২০১৮সালে যাত্রা শুরু করা মনোসেবা অর্গানাইজেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা সকলের জন্য বিনামূল্যে মানসিক বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে।
পুরো সাক্ষাৎকারটি দেখুন: